ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রক্তদহ বিল

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রক্তদহ বিল। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রাণীনগরের শত বছরের ঐতিহ্য রক্তদহ বিল ও পাখি পল্লী। উত্তরের জেলা নওগাঁ শহরের কাছে একটি উপজেলা রাণীনগর। সৌন্দর্যের লীলাভূমি হিসেবে ঐতিহাসিক রক্তদহ বিলের নয়নাভিরাম দৃশ্য ইতোমধ্যেই দেশজুড়ে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি এনে দিয়েছে রাণীনগর উপজেলাকে। এছাড়া বিলে কোছমুড়ি নামে একটি দরগাহ রয়েছে যেটি বন্যার পানিতেও ডোবে না।

নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহ বিল। ব্রিটিশ শাসন আমলে এই বিল এলাকায় ব্রিটিশ বাহিনীর সাথে ফকির মজনু শাহের বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে নিহত সৈনিকদের রক্তের বন্যা বয়ে যায় এই বিলে। তখন থেকে এই বিলের নামকরণ হয় রক্তদহ বিল।

এই বিলকে আরও পর্যটকবান্ধব করতে রক্তদহ বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপণ, বিলের সকল সংযোগখাল খনন করা, পাখি পল্লীকে আরও আকর্ষনীয় করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পাখি পল্লীতে পাখিদের অবাধ আনাগোনা ও বসবাসের জন্য রোপণ করা হচ্ছে পরিবেশ ও পাখিবান্ধব গাছ, ঝুলন্ত একটি সেতু নির্মাণ করাসহ নানা পর্যটকবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলো সুচারুভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ইউএনও রাকিবুল হাসান।

এছাড়া উপজেলার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা খাতকে ঘিরে ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের দিক নির্দেশনা মোতাবেক ও সার্বিক সহযোগিতায় ইতোমধ্যেই অনেকগুলো ছোট ছোট উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলার গোনা গ্রামের বাসিন্দা প্রফেসর মো. শরিফুল ইসলাম খান জানান তিলোত্তমা শহর নওগাঁর সবচেয়ে কাছে উপজেলা হিসেবে রাণীনগরে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাও গড়ে ওঠেনি। ভৌত অবকাঠামো খাতে তেমন কোন উন্নয়নের ছোঁয়াও লাগেনি। তবে গত বছরের শেষের দিক থেকে ক্রমশ পর্যটন সমৃদ্ধ উপজেলার দিকে এগিয়ে চলেছে।

আরও পড়ুন

এর ফলে পর্যটন খাতে বিশাল সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ করে রক্তদহ বিল এলাকাকে কেন্দ্র করে প্রকৃতির সান্নিধ্যে যে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা বিনির্মাণ করা হয়েছে এবং প্রতিনিয়তই পর্যটনমুখি যে সকল নানা কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে এবং কচুরিপানা সরিয়ে পুরো রক্তদহ বিলের সৌন্দর্য উপভোগ করার যে যুগান্তকারী উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সাবেক এই অধ্যক্ষ।

ঢাকা থেকে আগত পর্যটক আমিনুল ইসলাম জানান, মিডিয়ার মাধ্যমে তিনি এই রক্তদহ বিল ও পাখি পল্লীর কথা জেনেছেন। বর্ষা মৌসুমে বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো পরিবারসহ এসেছি। নৌকায় রক্তদহ বিলে পানির থৈ থৈ ও কুলুকুলু ধ্বনি সহজেই একজন মানুষের মন কাড়বে। এছাড়া গাছে গাছে পাখির কোলাহল ও প্রকৃতির অপার রূপ অসাধারণ। এছাড়া রতনডালা খালের পাশ দিয়ে গাছের ফাঁকে ফাঁকে বসার সুন্দর ব্রেঞ্চ প্রকৃতির সাথে কিছু সময় নিরিবিলি কাটানোর জন্য উপযুক্ত পরিবেশের সৃষ্টি করেছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার বাসিন্দ প্রবীর কুমার পাল জানান, উপজেলার গলার কাটা রাণীনগর রেলগেট প্রশস্তকরণ, নওগাঁ-রাণীনগর-আত্রাই আঁকা-বাঁকা আঞ্চলিক সড়কটি প্রশস্তকরণ ও পর্যটকবান্ধব রক্তদহ বিল এলাকাকে নিয়ে উপজেলা প্রশাসন যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো সম্পন্ন করতে পারলে রাণীনগর উপজেলা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে পরিগণিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন ইতিহাস আর ঐতিহ্যে ভরা রাণীনগরকে নতুন আঙ্গিকে সাজানোসহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য চলতি বছর পর্যটন খাতে ভৌত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। কাউকে না কাউকে ভালো কাজের উদ্যোগ গ্রহণ করতে হয়। তাই তিনিও রাণীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার লক্ষ্যে যোগদানের পর থেকেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার