র্যাবের অভিযানে ফ্ল্যাটে মিলল গাঁজা-ফেনসিডিল, যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে র্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সজীব (২৮) মহানগরের হালিশহর থানার উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুনর্যাব জানায়, কিছু মাদক কারবারি চট্টগ্রাম মহানগরীর হালিশহরের রঙ্গিপাড়া এলাকায় বিলকিস হাউজবিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অবৈধভাবে মাদকদ্রব্য মজুত করে কেনা-বেচার জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগ এবং ছয়টি প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে রাখা ৩৫ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মেজর সাদমান সাকিব বলেন, ‘সজীব দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তী সময়ে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীর কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্যের মূল্য আট লাখ টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762275920.jpg)
_medium_1762275540.jpg)

_medium_1762274403.jpg)
_medium_1762273654.jpg)




