জুলাই সনদ দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের দেশ গড়তে তিনি সবাইকে দাড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজারে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। ইউনিয়ন আমীর মাওলানা আরিফুর রহমান করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মিনাজুল ইসলামের পরিচালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর আজিজুর রহমান, অধ্যক্ষ এটিএম আব্দুল কাদের, বোরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, সবার আগে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া দায়সারা গোছের নির্বাচন জনগণ কোন ভাবেই মেনে নেবে না। এদিকে বিকেলে তিনি বগুড়া শহরের খান্দারেও ৯ নং ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
আরও পড়ুনওয়ার্ড আমীর রবিউল ইসলাম রোকনের সভাপতিত্বে পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে গণ হত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের মানবতা বিরোধী অপরাধের দৃশ্যমান বিচার জাতি দেখতে চায়।
তিনি সবাইকে জামায়াতে ইসলামীতে যোগদানের আহবান জানান। সেক্রেটারী মাছুদার রহমান মাছুদের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর নুরুল আমিন, শ্রমিক নেতা আব্দুল আজিজ, আব্দুল কাদের, মাহমুদ হাসান প্রমুখ।
মন্তব্য করুন