করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

স্টাফ রিপোর্টার : করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ বগুড়ার একাদশ শ্রেণির ২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম, স্কুল পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য তাসলিমা হক রাকা।
আরও বক্তব্য রাখেন প্রভাষক আবু মুসা, প্রভাষক অন্তিম কুমার মন্ডল, প্রভাষক সাদিয়া ইনাম। নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী খালেকুজ্জামান বাবু।
আরও পড়ুনঅনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুলের তোড়া উপহার দিয়ে নবীনদের বরণ করে নেন এবং নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ আহম্মেদ, তাসকিয়া, লিমন হাসান, তৃষা, মনিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন একাদশ শ্রেণির ছাত্রী মেহেরনিগার মৃত্তিকা।
মন্তব্য করুন