বর্ষা শেষ, শরতেও পানি বাড়ছে যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি : বর্ষা শেষ চলছে শরৎ ঋতুও। এই অসময়ে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা। পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৮৫ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.০৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৫০ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের হানিফ, বাবলু তালুকদার ও মাহবুবসহ একাধিক কৃষক বলেন, আমরা শীতকালীন সবজির আবাদ শুরু করেছি। সবজির চারা বড় হতে শুরু করেছে।
এ অবস্থায় যমুনার পানি বাড়ছে। আমরা শঙ্কায় রয়েছি আরও পানি বাড়লে সবজি ক্ষেত প্লাবিত হলে চরম ক্ষতি হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আরও দুই একদিন পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুনউল্লেখ্য, সিরাজগঞ্জে পানি বৃদ্ধির কারণে যমুনা পাড়ের মানুষের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ প্রতিবছরই পানি বৃদ্ধি এবং কমার সময় যমুনায় ভাঙন দেখা দেয়।
মন্তব্য করুন