ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল

মিনিস্টারের নতুন উদ্ভাবন- ‘টোকা দিলেই খুলবে ফ্রিজ’   

দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ”মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড” দেশে সর্ব প্রথম উন্মোচন করল নতুন প্রজন্মের পণ্য, নো-ফ্রস্ট রেফ্রিজারেটর – RF-625WPGSV ও  BD-336W। যা গ্রাহকদেরকে ভিন্নরকম ও উন্নত অভিজ্ঞতার সম্মুখীন করবে।    

সম্প্রতি ঢাকায় অবস্থিত মিনিস্টারের প্রধান কার্যালয়ে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। টেকনোলজির উন্নয়নের যুগে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকের জীবনকে আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে মিনিস্টার ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এলো দুইটি নতুন পণ্য নো-ফ্রস্ট রেফ্রিজারেটর মডেল: RF-625WPGSV এবং BD-336W।

নতুন এই রেফ্রিজারেটরগুলোতে রয়েছে AI ইন্টেলিজেন্ট টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে খাবারকে রাখবে সতেজ ও পুষ্টিকর। এছাড়াও উভয় মডেলেই রয়েছে ফাস্ট ফ্রিজ ফাংশন, যা দ্রুত খাবার হিমায়িত করতে সাহায্য করবে।

RF-625WPGSV মডেলটিতে রয়েছে উন্নত ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল, অটো লক/আনলক সিস্টেম, ডোর ওপেন এলার্ম এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি। ফ্রিজ কম্পার্টমেন্টের জন্য টেম্পারেচার রেঞ্জ ২°C থেকে ৮°C এবং ফ্রিজারের জন্য -১৫°C থেকে -২৪°C পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে।

অন্যদিকে, BD-336W মডেলটি এসেছে আকর্ষণীয় ফিচার নিয়ে, যেমন নক টু ওপেন ফাংশন, যা কেবল দরজায় হালকা নক করলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এই মডেলে আরও আছে এআই মোড, যেখানে ফ্রিজার স্বয়ংক্রিয়ভাবে -১৮ C তাপমাত্রায় চলবে, আর ডোর ওপেন এলার্ম খাবারের নিরাপত্তা নিশ্চিত করবে।

পণ্যের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-

-শক্তি সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি

আরও পড়ুন

-উন্নত কুলিং সিস্টেম

-পরিবেশবান্ধব ও টেকসই ডিজাইন 

-স্মার্ট ফিচারের সমন্বয়

এই নতুন পণ্য উদ্বোধন উপলক্ষে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, “মিনিস্টার ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জানান, মিনিস্টার বিশ্বাস করে, নতুন এই উদ্যোগ গ্রাহকদের কাছে ব্র্যান্ডের প্রতি আস্থা আরও বাড়াবে এবং বাজারে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও নতুন এই পণ্য উপলক্ষ্যে গ্রাহকদের জন্য থাকবে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। দেশে নতুন এই পণ্যগুলো শিগগিরই মিনিস্টারের শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.ministerbd.com

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি

তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করে তুলতে মন্ডপ-কারখানায় ব্যস্ত শিল্পীরা

এশিয়া কাপ: বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মানুষকে কামড়ালে কুকুরের শাস্তি ‘যাবজ্জীবন কারাদণ্ড’!

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক আবুল ফয়েজ