ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১০ রাত

পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক  ব্যাংকাসুরেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইন্স্যুরেন্স সেবাসমূহের বিস্তৃতি এবং নিরাপদ ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক “ওয়ার্কশপ অন ব্যাংকাসুরেন্স” শীর্ষক কর্মশালা সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় পূবালী ব্যাংকের ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের সকল শাখাপ্রধান, উপশাখা প্রধান ও ব্যাংকাসুরেন্স কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

উক্ত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মোঃ ফয়জুল হক শরীফ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে পূবালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও টাঙ্গাইল অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল সার্ভিস সেন্টারের ইনচার্জ মৃত্যুঞ্জয় সাহা, ব্যাংকাসুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট আশীষ কুমার সাহা, ভাইস প্রেসিডেন্ট আই এ এম আনোয়ার উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, পূবালী ব্যাংক দেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রযুক্তিনির্ভর সেবা, গ্রাহকবান্ধব ব্যাংকিং এবং উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে অঙ্গীকারবদ্ধ। অপরদিকে, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড  দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে আসছে। ব্যাংকাসুরেন্স সেবার মাধ্যমে গ্রাহকরা পূবালী ব্যাংকের শাখাসমূহ থেকে জীবন বীমা পলিসি সুবিধা গ্রহণ করতে পারছেন, যা তাদের আর্থিক নিরাপত্তা প্রদান ও জীবনমানকে আরও উন্নত করতে ভূমিকা রাখছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে

দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে কোন চাপে নয় : মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল