ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার দশমাইল লয়াদহ নামক স্থানে ইছামতি নদীর পানিতে ডুবে জয়নাল আবেদীন (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে তার জমির ঘাস কাটতে সাতরিয়ে নদী পার হওয়ার সময় ডুবে যান তিনি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। তবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

বৃদ্ধ জয়নাল আবেদীন গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কুটামহীন দক্ষিণপাড়া গ্রামের মৃত ইজ্জাতুল্লাহ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃষ্টির পানিতে নদীর পানি বৃদ্ধি হওয়ায় স্রোত বেড়ে গেছে। বৃদ্ধ লোকটি সাঁতরিয়ে নদী পার হওয়ার সময় নদীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল নদীতে উদ্ধার কাজে অংশ নেয়। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করেও বৃদ্ধ জয়নাল আবেদীনের কোন সন্ধান না পাওয়ায় আগামীকাল মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধার কাজ স্থগিত করে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান শুরু করবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১