ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ১০:০২ দুপুর

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ছবি: সংগৃহীত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় কুয়েট শিক্ষার্থীদের ইন্ধনসহ নানাভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনার পর নানা দাবি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এরপর বিগত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন এবং কুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গত রবিবার থেকে হল খুলে দেয়ার দাবিতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড