ভিডিও শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ছবি: সংগৃহীত।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় কুয়েট শিক্ষার্থীদের ইন্ধনসহ নানাভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনার পর নানা দাবি নিয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এরপর বিগত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন এবং কুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, গত রবিবার থেকে হল খুলে দেয়ার দাবিতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে টোল আদায় করতে গিয়ে জনতার হামলায় ইজারাদারসহ আহত ৪: প্রাইভেট কার ভাংচুর

আইনি নোটিশ নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা

চলতি বছর ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা

নওগাঁয় সারি সারি তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আরিফ

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত