মানুষকে কামড়ালে কুকুরের শাস্তি ‘যাবজ্জীবন কারাদণ্ড’!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে কঠিন হতে যাচ্ছে ‘বিপথগামী’ কুকুরের জীবন। সুনির্দিষ্ট করে বললে, বেওয়ারিশ বা পথ-কুকুরের জন্য হচ্ছে কঠোর নিয়ম।
উত্তরপ্রদেশ রাজ্য সরকার জানিয়েছে, যদি কোনো কুকুর মানুষকে একবারও বিনা উসকানিতে কামড়ায়, তাহলে সেই কুকুরকে ১০ দিন পশু কেন্দ্রে রাখা হবে।
আরও পড়ুন
আর যেসব কুকুর এই ঘটনার পুনরাবৃত্তি করবে, তাদের বাকি দিনগুলো সেখানেই রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ডের’ শাস্তি হবে। খবর এনডিটিভি’র।
তবে কোনো কুকুরের এই শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হবে, যদি কেউ তাদের দত্তক নিতে রাজি হয় এবং একটি হলফনামা জমা দেয় যে, তাদের আর কখনও রাস্তায় ছাড়া হবে না।
প্রতিবেদন অনুসারে, আক্রমণাত্মক কুকুর ব্যবস্থাপনার জন্য গত ১০ সেপ্টেম্বর সব গ্রামীণ ও নগর সংস্থার প্রতি আদেশ জারি করেছেন প্রধান সচিব অমৃত অভিজাত।
এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পথ-কুকুর কামড়ানোর পর জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেন, তাহলে ঘটনাটি তদন্ত করা হবে এবং কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
প্রয়াগরাজ পৌর কর্পোরেশনের পশুচিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় অমৃত রাজ বলেন, ‘সেখানে (পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র) পৌঁছে গেলে, যদি প্রক্রিয়াটি আগে সম্পন্ন না করা থাকে, তাহলে বেওয়ারিশ কুকুরকে জীবাণুমুক্ত করা হবে। এরপর ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ্য করা হবে।’
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন