ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আবারও ইস্কান্দার মিসাইল প্রদর্শন করলো রাশিয়া

আবারও ইস্কান্দার মিসাইল প্রদর্শন করলো রাশিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: বেলারুশের সাথে মহড়া চলাকালে ইস্কান্দার মিসাইল সিস্টেম প্রদর্শন করলো রাশিয়া। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাল্টিক সাগরের নিকটবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ার অংশ হিসেবে মিসাইল সিস্টেমটির ইলেক্ট্রনিক লঞ্চিং পরীক্ষা করা হয়।

রাশিয়ার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর একটি ইস্কান্দার। পারমাণবিকসহ প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম এটি। যা ন্যাটো কোডনেম অনুযায়ী এসএস-টুয়েন্টি সিক্স নামেও পরিচিত। কমপক্ষে ৫শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইস্কান্দার মিসাইল।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বর মাসে বেলারুশে ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্রব্যবস্থা’ মোতায়েন করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১০ পেরিয়ে ১১ মাসে পড়ার সময় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় দেশটিতে।

আরও পড়ুন

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করা হয়। মস্কো দাবি করে, মিসাইলটি ইউক্রেনে আমেরিকার সরবরাহকৃত একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে।

পারমাণবিক বোমা ও ড্রোন বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) পর্যন্ত দূরের লক্ষ্য আঘাত হানতে পারে। যা ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত