রাঙ্গুনিয়ায় ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
_original_1758031943.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে নয়ন আচার্য (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার ডিসি সড়কের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নয়ন আচার্য ওই এলাকার মৃত ননী গোপাল আচার্যের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাইকেলযোগে রানীরহাট থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। রাতভর খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাননি।
আরও পড়ুনরাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহ শনাক্ত করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের সাথে কথা বলে জেনেছি নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। সম্ভবত এই কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি আরও খোঁজ নিচ্ছেন বলে জানান।
মন্তব্য করুন