নাটোরের লালপুরে পিকআপ ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দ্রুতগতির একটি পিকআপ ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামের এক বেকারী বিস্কুট ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিগর পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ঘাতক পিকআপ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক নবীনগর থেকে বেকারি বিস্কুট বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় পিছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী রাজ্জাককে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় ও ঘাতক পিকআপটি ট্রাকটি আটক করে পুলিশে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনলালপুর থানার দায়িত্বে থাকা ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক পিকাআপ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।
মন্তব্য করুন