ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেফতার

শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেফতার, ছবি: সংগৃহীত।

দেশের চাল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের শীর্ষ নেতা ও বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুর রশিদ কুষ্টিয়ার প্রভাবশালী রশিদ এগ্রো লি.সহ কয়েকটি গ্রুপ কোম্পানির মালিক। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, পাওনাদারকে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন আকিজ এসেনশিয়াল লি. এর সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে আকিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনশিয়াল লিমিটেডের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন কুষ্টিয়ার শীর্ষ চালকল মালিক ও রশিদ গ্রুপের স্বত্বাধিকারী আব্দুর রশিদ। তবে শর্ত ভঙ্গ করে মালামাল না দিয়েই কয়েক ধাপে অগ্রিম বাবদ ৫০ লাখ ৭২ হাজার ৫৩০ টাকা আত্মসাৎ করেন তিনি। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ না করায় আকিজ এসেনশিয়ালের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে। এ অবস্থায় পাওনা টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেন প্রতিষ্ঠানের এজিএম তোফায়েল হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর আব্দুর রশিদ তাকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তোফায়েল হোসেন বাদী হয়ে আব্দুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, আব্দুর রশিদ শীর্ষ চালকল মালিক ও মালিক সমিতির নেতা হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন। একের পর এক প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক ডজন মামলা রয়েছে। কুষ্টিয়া মডেল থানাতেই তার বিরুদ্ধে ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানাতেও তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে। এনআই অ্যাক্টের আওতায় কয়েক’শ কোটি টাকার ডজনাধিক ঋণ খেলাপি ও চেক ডিজঅনার মামলায়ও আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।  এর আগেও ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। এ ছাড়া চলতি বছরের ৯ এপ্রিল আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

বেনাপোল দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৫

হজের নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর

খুলনায় চাইনিজ রাইফেলের বিপুল গুলি উদ্ধার

ফরিদপুরের অবরোধ কর্মসূচি অব্যাহত, মহাসড়কেই দুপুরের খাবার খেয়েছেন আন্দোলনকারীরা