ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি

কোর্ট রিপোর্টার : প্রতারণা ও জালিয়াতিমূলে ব্যাংক চালান সৃষ্টির অভিযোগে আদালতের নির্দেশে আইনজীবী ও তার মহরারসহ চারজনের বিরদ্ধে বগুড়া সদর থানায় এজাহার দেওয়া করা হয়েছে। এজাহারটি দায়ের করেন বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বেঞ্চ সহকারী সমেন মিত্র।

এই মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে তারা হলেন-বগুড়ার শাজাহানরপুর উপজেলার গোহাইল পানিহালি গ্রামের বাসিন্দা আইনজীবী আরিফুল ইসলাম ওরফে আরিফ, দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়ার মৃত জবেদ আলীর ছেলে রেজাউল করিম ওরফে আজাদুল (আজাদ আইনজীবীর মহরা), আদমদীঘি উপজেলার অন্তাহারের মৃত আজি শাহের ছেলে ফারুক শাহ্, ছাতিয়ান গ্রামের মোজাহার আলীর ছেলে রশিদুল ইসলাম।

বিচারিক আদালত দায়রা মামলার বিচার শেষে রায়ে আদমদীঘির অন্তাহার গ্রামের ফারুক শাহের স্ত্রী আসামি কাজলকে জেল-জরিমানার আদেশ দেন। পরে গ্রেফতারি পরোয়ানামূলে পুলিশ গ্রেফতার করে সংশ্লিষ্ট আদালতে সোপার্দ করলে আদালত আসামি কাজলকে কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন

রায়কৃত চেকের মূল ২২ লাখ ১৭ হাজার ৯৬০ টাকার মধ্যে ৫০ ভাগ হিসেবে ১১ লাখ ৮ হাজার ৯৮০ টাকা ব্যাংক চালান মূলে জমা প্রদান করে ওই আসামি কাজলের পক্ষে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল মামলা দায়ের করেন। ওই আপিল মামলালাটি নিষ্পত্তির জন্য বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ৩য় আদালতে প্রেরিত হয়।

ওই আদালত থেকে আসামি পক্ষে দাখিলি ব্যাংক চালানটি যাচাই অন্তে ও ব্যাংক প্রতিবেদন দেখে জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়। এতে বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিবের নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী সমেন মিত্র এই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি

পরিবেশবাদী সংগঠন তীর’র আয়োজনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

রংপুরের সাবেক জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক