ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

র‌্যাবের গাড়িতে হামলা-ভাঙচুরসহ দুই মামলায় গ্রেপ্তার ১৪

র‌্যাবের গাড়িতে হামলা-ভাঙচুরসহ দুই মামলায় গ্রেপ্তার ১৪

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটকের জেরে র‌্যাবের গাড়ি আটক করে সড়ক অবরোধের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মামলায় একটি অস্ত্র আইনে এবং অপরটি সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগ করা হয়েছে। দুই মামলায় দুই জন নারীসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে শ্রীপুর থানায় ওই দুটি মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাফুয়াত হোসেন (২৩), হালুযাঘাট উপজেলার নাগলা বাজার ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান (২৫), গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে আরাফাত হোসেন আকিব (২৩), শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের আলালের ছেলে সাব্বির হোসেন (২০), মৃত আজিজুল হকের ছেলে সফিজুল হক (২৮), মৃত আনছার রহমানের ছেলে মাসুদ (৪৮), আহম্মদ আলীর ছেলে মোফাজ্জল (২৭), রফিকের ছেলে মারুফ (১৮), শহিদুল্লাহর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫), মৃত আরসক আলীর ছেলে সাহেব আলী (৫৫), সাগরের স্ত্রী আঞ্জুমান (২১), মোশারফ হোসেনের স্ত্রী স্মৃতি (২৮), পাশের কাওরাইদ গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে শাহজাহান (৪২) এবং সিলেটের দোয়ারাবাজার উপজেলার গাজগড্য গ্রামের রূপ মিয়ার ছেলে সাগর (২৩)। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিয়মিত টহল ডিউটিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় গোপন সংবাদে জানতে পারেন শ্রীপুর উপজেলার বরমী (বরামা চৌরাস্তা) এলাকায় অবৈধ মাদক দ্রব্যের বড় চালান ক্রয় বিক্রয় হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের নির্দেশে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরামা চৌরাস্তায় পৌঁছে মোশারফের অটো গ্যারেজে অভিযান চালায় র‌্যাব। পরে বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩৬) পালানোর চেষ্টা করলে তাকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের প্ররোচনা ও উস্কানিতে সকল আসামিরা দা, লাঠি, বল্লম, রামদা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে আসামি মোশারফ হোসেনকে ছাড়িয়ে নেওযার জন্য র‌্যাবের গাড়ীর সামনে অবস্থান নিয়ে শ্রীপুর-বরমী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা র‌্যাব কর্মকর্তা ও সদস্যদের মারপিট করে। আসামিদের মারধরে র‌্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর আলম (৩৩), উপ-পরিদর্শক (এসআই) মাহবুব (৩১), র‌্যাব সদস্য সোহাগ হোসেন (২৮), গোলাম মোরশেদ (২৭), সোবহান আলী (৪০) শারীরিকভাবে আহত হয়। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, এজাহার নামীয় আসামিদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক ৮ জন আসামিসহ বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জয়পুরহাটের দেবীপুর বাইপাস সড়ক

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড নতুন গুলি 

জনগণের কল্যাণে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে- রংপুর রেঞ্জ উপমহাপরিচালক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বগুড়ার আয়মান

নেপালের সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৯

বগুড়া কাহালুর মুরইল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই মন্ডল সাময়িক বরখাস্ত