ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা

প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইউক্রেনে সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভে অবস্থিত মন্ত্রিপরিষদ ভবন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, এই হামলায় প্রথমবারের মতো কিয়েভের পেচেরস্কি জেলার মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগে। উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো ফেসবুকে এক পোস্টে বলেন, শত্রুরা প্রতিদিন সারা দেশে আমাদের জনগণকে আতঙ্কিত করছে। ভোরে রাশিয়ার আক্রমণে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রথমবারের মতো ভবনটিতে আঘাত হানা হয়েছে। রাজধানীর অন্য স্থানে একটি গুদাম, ১৬ তলা আবাসিক ভবন এবং একটি চার তলা ভবনে হামলা হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

আরও পড়ুন

ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, রাশিয়া এক রাতেই ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেকগুলো প্রতিহত করা হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, ড্রোন আক্রমণের পর ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছিল। এতে এক নবজাতকসহ অন্তত ৩ জন নিহত ও প্রায় ১৮ জন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর ইউক্রেন থেকে আসা কমপক্ষে ৬৯টি ড্রোন ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী ক্রাসনোদার ক্রাইয়ে ২১টি, ভোরোনেজ অঞ্চলে ১৩টি ও বেলগোরোড অঞ্চলে ১০টি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে। বাকি ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারসহ দুইজন খুন

ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

তৌহিদ আফ্রিদি ইস্যুতে মুখ খুললেন দীঘি

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ, বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা