২৪ ঘণ্টায় আরও ৬৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী। একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন। শনিবার (৬ সেপ্টেম্বর) গাজাজুড়ে হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও ৬৭ ফিলিস্তিনি। জানা গেছে, গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় ১৫ তলা সুসি টাওয়ার। ভবনটির ঠিক উলটো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিউএ) এর কার্যালয়।
এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার অন্যান্য এলাকায়ও সমান তালে চলছে আগ্রাসন।
এই ভয়াবহতা থামানোর কোনো ইঙ্গিত নেই ইসরাইলের পক্ষ থেকে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ শনিবার এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে গাজা সিটির একটি উঁচু ভবন ধসে পড়ার দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা চালিয়ে যাচ্ছি।’ ইসরাইল দাবি করেছে, হামাস ওই ভবন নজরদারির কাজে ব্যবহার করছিল। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং হামাস ওই দাবি অস্বীকার করেছে। খবর : আল জাজিরা
আরও পড়ুন
মন্তব্য করুন