সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মুকুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের বাসিন্দা মুকুল হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি উপজেলার চান্দাইকোনার পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মুকুল।
আরও পড়ুনপরে ভোররাতে বাড়ির পাশের কাঁঠালগাছে দঁড়ি বেঁধে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন