ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ২ জন গ্রেফতার

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ৪২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ জন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার গোয়েন্দা পুলিশ সাপের বিষ উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এস আই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বগুড়া ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রয়ের জন্য অবস্থান করছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে ঠনঠনিয়া, মন্ডলপাড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এস.এম.এ ফেরদৌস (৭৪), ও  সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫) কে গ্রেফতার করে। আটককৃত আসামিদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে। যার আর্ন্তজাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তাহারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হইতে সংগ্রহ করে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা  করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর হত্যাকান্ডের রহস্যের জট খোলেনি, খুনিরা অধরা

রাজশাহীতে খানকাহ শরীফে ক্ষুব্ধ জনতার ভাঙচুর