ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীতে খানকাহ শরীফে ক্ষুব্ধ জনতার ভাঙচুর

রাজশাহীতে খানকাহ শরীফে ক্ষুব্ধ জনতার ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ‘বিক্ষুব্ধ জনতা’ একটি খানকাহ শরীফ ভাঙচুর করেছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দেড়শতাধিক মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে খানকাহ শরীফে যান এবং সেটি ভাঙচুর করেন। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

খানকাহ শরীফটির নাম ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’। এলাকার বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় ১৫ বছর আগে বাড়ির পাশে নিজের জায়গাতেই এই খানকাহ শরীফ করেন। তিনি তার ভক্তদের কাছে ‘পীর’ হিসেবে পরিচিত। এ খানকায় প্রতি বছর ঈদে মিল্লাদুন্নবী (সা.) পালিত হয়।

এবার গতকাল বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত তিনদিনের আয়োজন ছিল। সেখানে নারী শিল্পীরা আসছিলেন। ভান্ডারী ও মুর্শিদী গান হচ্ছিল। তা নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দেড়শতাধিক মুসল্লি খানকাহ শরীফে আক্রমণ করেছেন। তারা টিন দিয়ে ঘেরা ওই খানকায় মুহুর্মহু আঘাত করছেন। দূর থেকেই এর শব্দ পাওয়া যাচ্ছে।

এই হামলার সময় বাড়ি থেকে বের হননি খানকাহ শরীফের ‘পীর’ আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েকদিন ধরেই এলাকার কিছু লোক আমাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিল। অনুষ্ঠান বন্ধ করতে গতকাল বৃহস্পতিবার রাতে তারা পবা থানায় গিয়েছিল। পুলিশের সঙ্গে কী আলাপ হয়েছে জানি না। জুমার নামাজের পর তারা একত্রিত হয়ে খানকাহ শরীফে হামলা চালায়। ভক্তরা আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। তাই তারা আমার বাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল ছুঁড়েছে।

আরও পড়ুন

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে থানায় অনেক মানুষই এসেছিল খানকার বিষয়ে। আমি সবাইকে শান্ত থাকতে বলেছিলাম। তারপরও একটু উৎকণ্ঠা থাকায় পুলিশ গিয়েছিল। মানুষ এত বেশি, অল্প কয়েকজন পুলিশের কিছু করার ছিল না। এখন কোনো অভিযোগ পাওয়া গেলে দেখা হবে।

তবে থানায় কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন ‘পীর’ আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, আমি অভিযোগ করব না। আমি মানবধর্ম করি, আমার কাছে সবাই আসে। সবাইকে মাফ করে দিলাম। আল্লাহও যেন তাদের মাফ করে দেন। তারা ভেঙে খুশি হয়েছে, হোক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ঘর পেলেন গৃহহীন আনিশা ও মোমেনা

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি'র দ্বি-কাউন্সিল প্রার্থীদের প্রতীকে প্রতীকে জমে উঠেছে

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান