ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘিতে মরিচ চাষীদের হালচাল

বগুড়ার আদমদীঘিতে মরিচ চাষীদের হালচাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মরিচ উৎপাদনে প্রসিদ্ধ বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে মরিচ চাষীদের কারো পৌষ মাস আবার কারো বা সর্বনাশ অবস্থা বিরাজ করছে। মরিচ চাষ করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন আবার কেউ কেউ লোকশানে পড়ে সর্বশান্ত হয়েছেন। ফলে আগামীতে মরিচ চাষ নিয়ে চাষীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, আদমদীঘি উপজেলার গ্রামে গ্রামে প্রায় প্রতিটি কৃষক মরিচ চাষে নিয়োজিত। বিগত বছরগুলোতে চাষীরা যথেষ্ট লাভবান হওয়ায় কৃষকদের মাঝে মরিচ চাষ জনপ্রিয় হয়ে উঠে। চলতি মৌসুমে প্রায় ৫৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়।

বিগত বছরের মত লাভবান হওয়ার আশায় কৃষকরা ব্যাপক হারে মরিচ চাষ করেন। বাংলা জৈষ্ঠ মাসে বাজারে মরিচ আমদানির শুরুতে ন্যয্য দাম না পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েন। সে সময় ৭ থেকে ১০ টাকা কেজিতে মরিচ বিক্রি করে কৃষকরা ব্যাপক লোকশানে পড়েন। এরপর বাংলা আষাঢ মাসের মাঝামাঝিতে বাজারে মরিচের দাম বৃদ্ধি পেলেও লাগাতার বর্ষা ও তীব্র রোদে অধিকাংশ কৃষকের মরিচ গাছ পচন ধরে মরে যায়।

মরিচ ক্ষেতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোন ফল হয়নি। আবার কিছু কিছু কৃষকের জমিতে মরিচ গাছ না মরে তেজী হয়ে উঠে। বর্তমানে তারা বাজারে ৮০ টাকা থেকে ১শ’ টাকা কেজিতে মরিচ বিক্রি করছেন। ফলে তারা বাজারে উচ্চমুল্যে মরিচ বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছেন। সালগ্রামের মরিচ চাষী নজরুল ইসলাম ৭০ হাজার টাকা খরচ করে ২ বিঘা জমিতে মরিচ চাষ করেন। তিনি অল্প দামে কিছু মরিচ বিক্রির পর তার জমির সমস্ত মরিচ গাছ হলুদ বর্ণধারণ করে মরে যায়।

আরও পড়ুন

ফলে তিনি লোকসানে পড়েন। একই গ্রামের জহুরুল ইসলাম, প্রায় লক্ষাধিক টাকা খরচ করে তিন বিঘা জমিতে মরিচ চাষ করেন। তার মরিচ গাছও মরে বিনষ্ট হলে ব্যাপক লোকশানের কবলে পড়েছেন। অপরদিকে মরিচ চাষী কামাল হোসেনের মরিচ গাছ তাজা থাকায় তিনি প্রায় প্রতিদিন বাজারে বেশি দামে মরিচ বিক্রি করে লাভবান হচ্ছেন।

চলতি মৌসুমে কিছু সংখ্যক মরিচ চাষীদের পৌষ মাস হলেও অধিকাংশ মরিচ চাষীদের অকালেই মরিচ গাছ মরে হয়েছে সর্বনাশ।  এতে আগামী মৌসুমে অত্র এলাকায় মরিচ চাষ কমে যাওয়ার আশংকা করছেন মরিচ চাষীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর হত্যাকান্ডের রহস্যের জট খোলেনি, খুনিরা অধরা

রাজশাহীতে খানকাহ শরীফে ক্ষুব্ধ জনতার ভাঙচুর