জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ভূরুঙ্গামারীর রাজদ্বীপের স্বর্ণপদক জয়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ(৯)। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যময় আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সেরার সেরা-২০২৫ এর একক সাধারণ নৃত্যে সে স্বর্ণ পদক লাভ করে। রাজদ্বীপ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দম্পতির ছেলে ও ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গত সোমবার ও মঙ্গলবার নৃত্যময়'র অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ক-গ্রুপে ৪ থেকে ১১ বছর বয়সী শিশুদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্ববোধক নৃত্য, খ-গ্রুপে ১২ থেকে ১৬ বছর বয়সীদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্ববোধক নৃত্য, গ-গ্রুপে ১৭ থেকে ২৫ বছর বয়সীদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্ববোধক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঅপরদিকে রাজদ্বীপের বড় ভাই দেবরাজ প্রসাদ রোহিত(১৩) একই প্রতিযোগিতার দলীয় সাধারণ নৃত্যে ২য় ও দলীয় লোকনৃত্যে ৪র্থ স্থান অর্জন করেছে। দেবরাজ ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মন্তব্য করুন