ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচন: সাইবার অপরাধে ছাড় নেই

ডাকসু ও হল সংসদ নির্বাচন: সাইবার অপরাধে ছাড় নেই

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যেই শুরু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রার্থীকে লক্ষ্য করে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের প্রবণতা দেখা দিয়েছে। বিশেষত নারী প্রার্থীদের নিয়ে নানা ধরনের কটূক্তি ও অপপ্রচার চালানো হচ্ছে, যা মানবাধিকার পরিপন্থী।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেল সক্রিয় রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রযোজ্য আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন

তারা আরও বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রার্থীদের সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে সাইবার বুলিং বা অপপ্রচারের মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা বজায় রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

মিডলাইফ গ্লো আপ নারীদের জেগে ওঠার সময়

১০ হাজার টাকায় শুরু করে এখন অনুপ্রেরণার গল্প হয়েছেন সাবিনা

মোমবাটিকে স্বপ্নবান ইয়াসমিন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন