ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

শ্রীদেবীর সিনেমার রিমেকে মেয়ে জাহ্নবী!

শ্রীদেবীর সিনেমার রিমেকে মেয়ে জাহ্নবী!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : মা শ্রীদেবীর পথ ধরে অভিনয়ে নাম লিখিয়েছেন জাহ্নবী কাপুর। যে বছর তার মা পৃথিবীর মায়া ত্যাগ করেন কাকতালীয়ভাবে সেই বছরই বড়পর্দায় পা রাখেন তার কন্যা। সদ্য মুক্তি পাওয়া ‘পরম সুন্দরী’ সিনেমাতে জাহ্নবীর অভিনয় প্রশংসিতও হচ্ছে। 

এবার শোনা যাচ্ছে, শ্রীদেবীর সুপারহিট ছবি ‘চালবাজ’-এর রিমেকের কাজ পুনরায় শুরু হচ্ছে। শুধু তাই নয়, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর নাকি এবার এই ছবির অংশ হতে চলেছেন। শুরুতে এতে শ্রদ্ধা কাপুর থাকার কথা থাকলেও তিনি বাদ পড়ছেন! ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর কাছে চালবাজ শুধু একটা ছবি নয়, এটা একটা আবেগ। ‘চালবাজ’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ লুফে নিলেও এই কাজটি খুব যত্ন নিয়ে করতে চান তিনি। 

আরও পড়ুন

সূত্রের খবর, চালবাজের রিমেকের জন্য কাছের মানুষদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন জাহ্নবী। তিনি অনেক এক্সাইটেড, তবে মায়ের সঙ্গে তুলনা নিয়ে খানিক শঙ্কিত। সেপ্টেম্বরের শেষের দিকে তিনি চালবাজ রিমেকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। এর আগে ২০২২ সালে টি-সিরিজ ব্যানারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চালবাজ ইন লন্ডন। সেই ছবিতে লিড রোলে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের। তবে দীর্ঘসময় ধরে বাক্সবন্দি হয়ে পড়েছিল এই ছবি। এবার জাহ্নবীকে নিয়ে কাজ এগানোর কথা ভাবছেন নির্মাতা। এদিকে জাহ্নবীকে আগামীতে ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে দেখা যাবে। শশাঙ্ক খৈতানের এই ছবিতে দ্বিতীয়বার বরুণ ধাওয়ানের নায়িকা হচ্ছেন জাহ্নবী। এছাড়াও ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা এবং রোহিত সরফ। ২রা অক্টোবর অর্থাৎ দাশেরাতে মুক্তি পাবে এই ছবি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সঙ্গে দেখা গিয়েছিল সানি দেওল এবং রজনীকান্তের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

বগুড়ার আদমদীঘিতে ১১৫ বস্তা চাল জব্দ ঘটনায় মামলা

পঞ্চগড়ে জুয়া খেলা নিয়ে নিরাপত্তা প্রহরী খুন : পুলিশ সুপারের সংবাদ সম্মেলন