মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতার আশরাফুজ্জামান মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় এসেছেন। তিনি রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার কাছে একটি তালাবদ্ধ ব্যাগ রয়েছে।
আরও পড়ুনওসি আরও জানান, প্রাথমিকভাবে আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিষয়ে মাগুরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন