গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারেরস সময় যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্তাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি পান্তাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।
ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে এবং ৩ ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সেখানে পৌঁছে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগেই স্থানীয় লোকজন বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন