বগুড়া সারিয়াকান্দিতে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনূর বেগম (৪৭) নামে একজন গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শাহিনূর বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। তবে ভেলু শাহিনূর বেগমকে গত কয়েকবছর আগেই ডিভোর্স দিয়েছেন। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ধরনের ঘটনা ঘটেছে। শাহিনূর বেগমের বাড়ির সবকিছুই তছনছ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীনূর বেগমের ১ ছেলে ১ মেয়ে। ছেলে আল আমিন বিদেশ থাকেন। মেয়ের বিয়ে হয়েছে। সেও স্বামীর সাথে ঢাকায় থাকে। ফলে বাসায় একা থাকেন শাহীনূর বেগম। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সারাদিন শাহীনূর বেগমের খোঁজ না পেয়ে এদিন সন্ধ্যায় শাহীনূর বেগমের বাড়িতে খোঁজ নেন তার আত্মীয় স্বজনরা।
বাসায় গিয়ে দেখেন তার বাসার দরজা বাইরে থেকে ছিটকেনি লাগানো। পরে ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দেখা যায় শাহীনূর বেগমের হাত-পা বাঁধা মরদেহ মাটিতে পড়ে আছে। তার বসতঘরের সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় রয়েছে। বাক্সের তালা খুলে সমস্ত জিনিসপত্র নামানো হয়েছে।
আরও পড়ুনশাহীনূরের বড় বোন শিউলি বেগম জানান, তিনি রোববার তার বোনের খোঁজখবর নিয়েছেন। কিন্তু সোমবার সারাদিন বাড়িতে আসেননি। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে এসে দেখেন তার বোনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে। তিনি ধারণা করছেন নেশা করার টাকা জোগানোর জন্য হয়ত নেশাখোর কিছু ছেলেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি এর সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন।
আজ রাতে এ খবর লেখা পর্যন্ত সারিয়াকান্দি থানার এস আই আব্দুল খালেক বলেন, আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া পাঠানোর প্রক্রিয়া চলছিল।
মন্তব্য করুন