নাটোরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : নাটোরে চোর সন্দেহে পিটিয়ে নবীর আলী (৫৫) নামে একজনকে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা ও নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী এলাকার জামাই।
এলাকাবাসী জানায়, গত রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলী অবস্থান করছিলেন। স্থানীয়রা তাকে দেখে এগিয়ে এলে নবীর দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় এলাকাবাসী তাকে ধরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ফেলে রেখে যায়, পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুননাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন