নাটোরের নলডাঙ্গায় যৌথ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মুক্তা আহম্মেদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুক্তা আহম্মেদ ওই এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান বলেন, মুক্তা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে নলডাঙ্গার পশ্চিম মাধনগর মুক্তার বাড়িতে তল্লাশি করে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন