ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব

ছবি : সংগৃহীত,আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, আমাদের সারের কোনো সংকট নেই, একদম নেই। আগামী ডিসেম্বর পর্যন্ত যে সারের প্রয়োজন সব সার আছে। এই মৌসুমে আমাদের সারের কোনো সংকট নেই।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২য় পর্যায়’ প্রকল্পের সেচ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সহায়তা ও কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে। আগে এখানে এক ফসল হলেও এখন মিনিমাম তিনটি ফসল হয়। এটা একটা বড় অর্জন। একসময় বরেন্দ্র অঞ্চলে মানুষের খাদ্যের হাহাকার ছিল। মঙ্গা ছিল। এখন এখানকার মানুষের খাদ্য তো বটেই, এখন অন্যান্য দেশে আমরা মানুষকে খাদ্য দিয়ে থাকি। আমরা নির্ভর করি রাজশাহীসহ উত্তরবঙ্গের ফসলের উপর। উত্তরবঙ্গের ফসল সারাদেশের মানুষকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, এক সময় দক্ষিণবঙ্গ ছিল খাদ্যের ভান্ডার, এখন উত্তরবঙ্গ হয়েছে খাদ্যের ভান্ডার। এইটাকে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয় তথা বরেন্দ্রসহ যত রকমের প্রকল্প রয়েছে কৃষির এক্সটেনশনের যে বিষয়গুলো আছে সম্প্রসারণসহ আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। এই এলাকার জন্য অনেকগুলো প্রকল্প আছে, আমরা হাতে নিয়েছি। এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নসহ কৃষি আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন

এ কৃষির মাধ্যমে আমরা খাদ্যের চাহিদা, নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্যের চাহিদা নিশ্চিত করব ইনশাল্লাহ। সমস্যাগুলো আমরা দেখতে এসেছি, সমস্যাগুলোর আলোকে বাস্তবতার ভিত্তিতে আমরা প্রকল্প নেব। আশা করি এই এলাকার কৃষির যে সমস্যা আছে, সেগুলোর সমাধান করতে পারবা। এই এলাকার মানুষ সুফল পাবেন বলেও তিনি আশা রাখেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

শিক্ষাপ্রতিষ্ঠানে পান, সিগারেটসহ সকল নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ

সিলেটে বিজিবির বিশেষ টহল, আমেরিকান রিভলভার উদ্ধার

লালনের তিরোধান দিবস উদযাপিত হবে জাতীয়ভাবে, জানালেন ফারুকী

চতুর্থ বিভাগের দলের কাছে হেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইউনাইটেড কোচ

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন