ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এসবিএসি ব্যাংকের ক্যাশ ইনচার্জসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা ও ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে দুদক খুলনা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা এবং তিন হাজার ইউএস ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মহসীন আলী জানান, বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিক এসবিএসসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে যান। তারা ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যক্তিগতভাবে ওই অর্থ আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল বগুড়ায় গাইবেন শ্রাবণী সায়ন্তনী

‘দেয়াল’ দিয়ে মঞ্চে ফিরলেন চুমকি

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

ফাহমিদা নবী’র ‘মেঘলা আকাশ’

ঠাকুরগাঁওয়ে ‘দয়াল বাবা’র অনুসারীর জানাজা নিয়ে দিনভর টানাপোড়েন 

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি