সিলেটে বিজিবির বিশেষ টহল, আমেরিকান রিভলভার উদ্ধার

সিলেটের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি রিভলভার উদ্ধার করেছে ৪৮ বিজিবি।
গতকাল বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড়া সেতুর কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সিলেটের জাফলং সীমান্ত থেকে ৪টি ভারতীয় এয়ারগান জব্দ করে বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় সেতু সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এরপর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে রাত ২টা ৫০ মিনিটের দিকে সেতুর পশ্চিম পাশে বরই গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার (মেড ইন ইউএসএ) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুনবিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন