ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

সাকিবের ৫০০ উইকেটের সঙ্গে আরেক ইতিহাস 

সাকিবের ৫০০ উইকেটের সঙ্গে আরেক ইতিহাস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান আছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে। তবে রেকর্ড গড়ার গতি থেমে নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অনন্য এক মাইফলকে নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার, গড়েছেন নতুন ইতিহাস।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব রোববার রাতে অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বল করে নিজেই ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। এরইসঙ্গে গড়েছেন আরেক কীর্তি।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন সাকিব। এই ফরম্যাটে সাকিবের রান ৭ হাজার ৫৪৯।স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া কমপক্ষে ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে কেবল একজনের। তিনি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডারের নামের পাশে ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট।

আরও পড়ুন

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন চারজন। তারা হলেন-আফগানিস্তানের রশিদ খান (৬৬০), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনিল নারিন (৫৯০) এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৫৪)।

এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন সাকিব। তার দল অ্যান্টিগা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে সাকিব নেন ৩টি উইকেট। এরপর রান তাড়ায় ১৮ বলে ১ চার আর ২ ছক্কায় খেলেছেন ২৫ রানের ইনিংস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লুমবার্গের ইএসজি রেটিংয়ে দেশসেরা প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি অর্জন ব্র্যাক ব্যাংকের

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

বাংলাদেশের পিপিপি মডেলের সাফল্য: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

একই দিনে জাতিসংঘে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

রোকেয়া হলে ছিলাম, তবে প্রচারণার জন্য যাইনি: উমামা