দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বুল্লি বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টায় পার্বতীপুরের হ্যাচারির মোড়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সকালে হ্যাচারির মোড়ে রাস্তার পশ্চিমে ডোবার কচুরিপানার মধ্যে উপুড় হয়ে থাকা একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। এরইমধ্যে বুল্লি বেগমের পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করে। তিনি শহরের মোজাফফরনগর মহল্লার হারুনুর রশিদের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানায় তার পারিবার।
আরও পড়ুনএ ব্যাপারে জিআরপি থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন