জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে সোহেল হেমরম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া (দরগাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল গ্রামের রোমেন হেমরমের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন জানান, সোহেল দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। সে বিভিন্ন সময় নিজের শরীরে নিজেই আঘাত করত। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুনপাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য করুন