সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।
গিয়াস উদ্দিন উপজেলার আমল মেহার গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি ২০২১ সালে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আরও পড়ুনসিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন