কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে রিশাদ বাবু (২) নামের এক শিশু মারা গেছে। শিশুটি বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, আজ শনিবার (২৩ আগস্ট) সকালে রিশাদ পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে তার লাশ দেখতে পান।
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য আহাদ আলী বলেন, শিশুটি সকালে পুকুরে ডুবে মারা গেছে। শিশুটির বাবা-মা ঢাকায় থাকে। শিশুটি এখানে তার দাদির কাছে থাকত। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন