ধরলার ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা পাড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ এলাকার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
আরও পড়ুনএ প্রসঙ্গে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ভাঙন রোধে চরগোরকমন্ডল এলাকায় ৬ হাজার জিও ব্যাগ (একটি প্যাকেজ) বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে আরও একটি প্যাকেজের বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন