ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার নিয়ে সুখবর

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার নিয়ে সুখবর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন আগে ব্রডকাস্টার না পেয়ে জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার করা হয়েছিল রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভিতে। মূলত, মাঠের পারফরম্যান্স ভালো না হওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছিল ব্রডকাস্টাররা। তবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলেছে সুখবর। টিভি এবং অনলাইন-দুই ভাবেই দেখা যাবে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজ।

এশিয়া কাপের আগে হওয়ায় নেদাররল্যান্ডস সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। টি-টোয়েন্টি দলের বর্তমান ফর্ম বিবেচনায় এই সিরিজ নিয়ে উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যেও। জানা গেছে, নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। তারা সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। টিভির পাশাপাশি অনলাইনেও খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস। তাদের ওয়েবসাইট ও অ্যাপে সিরিজটি সম্প্রচার করা হবে।

নেদারল্যান্ডস সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে বড় চমক নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষবার ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে চার পরিবারের সর্বস্ব ভস্মীভূত

বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে