মেয়ের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। আজ রোববার (৩ আগস্ট) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। আজ নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন শ্যামল। তবে সদ্যজাত কন্যার মুখ দেখেননি অভিনেত্রী।
ক্যাপশনে লিখেছেন, ‘এই বিশ্ববাসী, নতুন তারকাকে সবাই স্বাগত জানাও।’ এরসঙ্গে একটি প্রজাপতির ইমোজি যুক্ত করেছেন অভিনেতা। ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সানাভ মাওলা।
অভিনেতা শ্যামল মাওলার বাবা হওয়ার খবর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। শুভাচ্ছে জানিয়েছেন নাজিয়া অর্ষা, তানজিকা আমিন, জামিল হোসেন, নিলয় আলমগীর, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদসহ শোবিজ অঙ্গনের তারকারা।
২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।
মন্তব্য করুন