ভিডিও বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদসহ নানা অপরাধে ঢাকা বেকারির তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় শহরের চকসুত্রাপুরে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়া শহরের চকসুত্রাপুরস্থ ঢাকা বেকারির কারখানায় নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ ও পুনরায় ব্যবহার, খাদ্যে স্যাকারিন ও এমোনিয়ার ব্যবহার, ডালডার সাথে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি, উৎপাদিত পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়া এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

এমন গোপন সংবাদেরভিত্তিতে আজ বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে এসব অপরাধের সত্যতা পাওয়া যায়। পরে এসব অপরাধে দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কাজ করছে :  উপদেষ্টা আসিফ

পায়ে হেঁটে রংপুর ঘুরে গেলেন সুনামগঞ্জের যুবক স্বপ্নরাজ

বগুড়ার সোনাতলায় শিক্ষা-বাণিজ্যিক এলাকার সড়কের বেহাল দশা

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

বগুড়া সোনাতলায় মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বরাদ্দ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ টাকা মিললো