গ্যাস সিলিন্ডার লিক করলে করণীয় কি

লাইফস্টাইল ডেস্ক: আজকাল প্রায়ই গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের হতাহতের খবর পাওয়া যায়। এসব দুর্ঘটনার বেশিরভাগই অসতর্কতার কারণে ঘটে থাকে। একটু সতর্ক হলে আমরা এই ভয়াবহ দুর্ঘটনাগুলোর হাত থেকে নিজেদের ও পরিবারকে রক্ষা করতে পারি। যদিও বিপদ বলে-কয়ে আসে না, তারপরও এ ধরনের সমস্যায় পড়লে কী করতে হবে তা আগে থেকে জেনে রাখলে অনেক সময় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।
এই বিষয়ে অবহেলা করা উচিত নয়
প্রায় প্রতিটি বাড়িতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। কিন্তু মানুষ প্রায়শই গ্যাস সিলিন্ডারের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকে না। এই বিষয়ে শুরুতে চোখে পড়া ছোট ছোট লক্ষণগুলোকে উপেক্ষা করে, যা পরবর্তী সময়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক সময় মানুষ গ্যাসের গন্ধের দিকে মনোযোগ দেয় না। যে কারণে একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।
সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হলে কী করবেন?
১. যদি আপনার মনে হয় যে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হচ্ছে, তাহলে প্রথমেই গ্যাসের ওভেনের মেন ভালভ ও সিলিন্ডারটি বন্ধ করে দিন। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে দিন, যাতে গ্যাস জমাট বাঁধতে না পারে বা নিভে যায়। ভুল করেও লিকেজ স্থানের কাছে কখনও আগুন ধরানোর চেষ্টা করবেন না। কোনো ধরনের ফুলকি যাতে না জ্বলে সেদিকে নজর দিন। কারণ এতে একটি বড় বিস্ফোরণ ঘটতে পারে।
আরও পড়ুন২. এছাড়া লাইটের সুইচ অন বা অফ করবেন না এই সময়ে। এর ফলেও আগুন জ্বলতে পারে। সম্ভব হলে, সিলিন্ডারটি ঘর থেকে বের করে আনুন। এই সময় জানালা খুলে দিন ও সিলিন্ডার খোলা জায়গায় রাখুন। যদি খুব বেশি গ্যাস লিক হয়, তাহলে অবিলম্বে গ্যাস কোম্পানির সাহায্য নিন। নিজে সিলিন্ডার নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করবেন না, অন্যথায় এটি বিস্ফোরিত হতে পারে।
আগুন লাগলে কী করা উচিত?
যদি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয় ও আগুন ধরে যায়, তাহলে প্রথমেই আতঙ্কিত হবেন না। অবিলম্বে বাড়ির সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলুন, যাতে তাদের জীবন নিরাপদ থাকে। এরপর গ্যাস ভালভ বন্ধ করুন। যদি আগুন সেখানে না পৌঁছায়। আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করুন।
মনে রাখবেন, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবেন না। কারণ এতে আগুন আরও বাড়তে পারে। অবিলম্বে ফায়ার ব্রিগেডকে কল করুন। যত তাড়াতাড়ি সম্ভব খোলা জায়গায় যান। এই সময়ে নেওয়া বুদ্ধিমান সিদ্ধান্ত আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে।
মন্তব্য করুন