ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

আখাউড়ায় ২ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।

ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রি পিস, ক্রিম ও মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়।

দুই ভারতীয় নাগরিক হলো- ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 
 

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার রাতে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশাযোগে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২টি থ্রি পিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণ মসৃণ করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিজের সামনে থেকে অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার

মায়ের কবর জিয়ারত করতে মহানবী (সা.) যা বলেছিলেন

গাজীপুরে পিকআপের চাপায় অটোচালক নিহত

শাকিব খানের মতো হতে চান ভাবনা

আনন্দ-মুখর পরিবেশে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন