ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:৪৬ রাত

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত আব্দুল মতিনের ছেলে মো. জাকারিয়া (২৩) ও নিহত আকবর আলীর ছোট ভাই জাবের আহমদ (২২)।

আরও পড়ুন

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর গ্রামে ফুটবল খেলার সময় মাঠের মারামারি থেকে শুরু হয় সংঘর্ষ। দুদফায় চলা এই সংঘর্ষে নিহত হন জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৪৬) ও লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না : হান্নান মাসউদ

নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি আসিনি : আসিফ নজরুল

বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ প্রাথমিকের শিক্ষকদের

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ফিনালিসিমার দিনক্ষণ জানালো ফিফা, অপেক্ষায় মিসি-ইয়ামালের ভক্তরা

দেশের সব হাসপাতালে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ