ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

দেশে ফিরেছে সফল নারী ফুটবল দল

দেশে ফিরেছে সফল নারী ফুটবল দল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লাওসে অনুষ্ঠিত টুর্নামেন্টটির বাছাইপর্ব শেষে দেশে ফিরেছে আফঈদা খন্দকার অ্যান্ড কোং।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বয়সভিত্তিক নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছেছে পিটার বাটলারের শিষ্যরা।

বিমানবন্দরে নারী দলকে বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। যদিও দলকে সংবর্ধনা দেয়নি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইতিহাস গড়ে বয়সভিত্তিক টুর্নামেন্টেটিতে জায়গা করে নেওয়ায় আফঈদা, তৃষ্ণা, শান্তি, সাগরিকাদের কোনো সংবর্ধনা দেওয়া হবে কিনা সে বিষয়েও কিছু জানায়নি বাফুফে।

আরও পড়ুন

বাছাইপর্বে ৩ ম্যাচের মধ্যে দুটিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে বিধ্বস্ত করে ৮-০ গোলে। যদিও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হেরে যায় দলটি। এরপরও সেরা ৩ রানার্সআপে থাকায় এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী এপ্রিলে থাইল্যান্ডের মাটিতে বসবে অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের আসন্ন আসর। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আরো ১১ দল। বাকি দলগুলো হলো- দক্ষিণ কোরিয়া, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, চীন ও জাপান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

 বগুড়া সারিয়াকান্দিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজায় একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা

নাটোর বাগাতিপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বগুড়া আদমদীঘিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উদযাপন

নওগাঁয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণে আলোচনা সভা ও কেক কর্তন