ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাসের নারী যাত্রীদের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি; পুলিশে সোপর্দ

বাসের নারী যাত্রীদের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি; পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে নুরুল ইসলাম (২২) নামের এক পেশাদার পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে  এ ঘটনা। আটক নুরুল ইসলাম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কিছুদিন পর পরই বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর ভ্যানিটি ব্যাগে টাকা খুঁজে পাচ্ছিলেন না নারী যাত্রীরা। ব্যাগের চেইনগুলো খোলা থাকছিল। আজ দিগন্ত পরিবহনের একটি বাসে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলেন এক যাত্রী।

আরও পড়ুন

পরে দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পর জিজ্ঞাসাবাদের সময় একজন দৌড়ে পালিয়ে যান। আটক অপরজন জানান, তাদের তিনজনের একটি দল রয়েছে। তারা লোকাল বাসে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিশ্বরোড থেকে কাউতুলী আসা যাওয়া করে যাত্রীদের কাছ থেকে পকেট মারেন। বিশেষ করে তারা নারী যাত্রীদের টার্গেট করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাতেনাতে পকেটমারকে আটক করে আমাদের কল দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তাইম হাওলাদারের হ্যাটট্রিক স্বর্ণজয়: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাবির গৌরব

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

রেস্ট হাউজে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবি ছাত্রদল নেতার

গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব খেলবেন রংপুরের বিপক্ষে

বন্ধু ভুলিনি তোমায়, ভুলব না, ভুলতেও পারবো না: হানিফ সংকেত