ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

মাদারীপুরের রাজৈরে ইয়াবা কারবারি চক্রের চোর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক কারবার পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় এক নারী ও তিন যুবককে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তবে, মাদক কারবার চক্রের প্রধান দুজন সুমন ও সোহেল পালিয়ে যায়।

আরও পড়ুন

ওসি বলেন, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই মাদক বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এ জন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

নওগাঁর পত্নীতলায় ক্লি¬নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান