বগুড়া সারিয়াকান্দিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে একটি আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।
দৈনিক করতোয়া সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সাহাদত জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) জগলুল আহসান, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ সভাপতি অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, সারিয়াকান্দি থানার এস আই আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিলন মিয়া, মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক রাসেদ মিয়া প্রমুখ।
আরও পড়ুন
মন্তব্য করুন