সিলেটে সাদা পাথর লুট, ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালেন ক্রিকেটার রুবেল

স্পোর্টস ডেস্ক : সিলেটের সাদা পাথর লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং প্রকৃতি রক্ষার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে রুবেল লেখেন,‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও— প্রকৃতি লুট নয় প্রকৃতি রক্ষা করুন।’ পোস্টে স্ত্রীর সঙ্গে তোলা সাদা পাথরের স্মৃতি সম্বলিত একটি ছবি যোগ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রশাসনের দুর্বলতার সুযোগে শুরু হয় সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্রে সাদা পাথরের লুটের ঘটনা। যা গত দুই সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করেছে। সাদা পাথরের অবাধ লুটের ফলে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে স্থানীয় পরিবেশ।
আরও পড়ুনরুবেল হোসেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় দলের বাইরে রয়েছেন জাতীয় দলের এই পেস তারকা। রুবেল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ।
মন্তব্য করুন